insta logo
Loading ...
×

দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা কেন্দায়,হাজির মন্ত্রী সন্ধ্যারানি

দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা কেন্দায়,হাজির মন্ত্রী সন্ধ্যারানি

নিজস্ব প্রতিনিধি, কেন্দা: দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা হল পুঞ্চা ব্লকের কেন্দা থানার পিড়রা অঞ্চলের আমাকোচা গ্রামে। খেলাগুলি আমাকোচা ফুটবল ময়দানে হয়। এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। গত শুক্রবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় চাকা স্পোর্টিং ও কেন্দা নবশিশু ক্লাব। চাকা স্পোর্টিংকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কেন্দা নবশিশু। দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতায় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা আদিবাসী নেতা গুরুপদ টুডু, পুঞ্চা ব্লক সভাপতি অশোক কুমার মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি অনিলবরণ সহিস, পিড়রা গ্রাম পঞ্চায়েত প্রধান ভক্তিপ্রিয়া মাহাতো, অঞ্চল সভাপতি স্বপন সহিস প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ান দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী সন্ধ্যারানি।

Post Comment