নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
এসআইআর নিয়ে জেলার খারাপ পারফরম্যান্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার মাত্র দু’দিনের মধ্যেই নড়েচড়ে বসল তৃণমূলের জেলা নেতৃত্ব। বুধবার পুরুলিয়া সার্কিট হাউসে জেলার জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের সেচমন্ত্রী ও জেলার এসআইআর তদারকি-প্রধান মানস রঞ্জন ভুঁইয়া।
বৈঠকে শুরু থেকেই দেখা যায় স্পষ্ট চাপ। ব্লক অনুযায়ী রিপোর্ট তুলে ধরা হয় মন্ত্রীর সামনে। কোন ব্লকে দিদির দূত অ্যাপে নাম আপলোড হচ্ছে না, কোথায় বিএলএ-২–এর সঙ্গে বিএলও-র সমন্বয়হীনতা— একে একে সব অভিযোগ টেবিলে আসে। সূত্রের খবর, কয়েকজন ইনচার্জকে সরাসরি কড়া ভাষায় সতর্কও করেন মানস ভুঁইয়া।
মন্ত্রী জানান, সময় খুবই কম। ৪ ডিসেম্বরের মধ্যেই কাজ শতভাগ শেষ করতে হবে। দলে গাফিলতির জায়গা নেই। তিনি স্পষ্ট করে দেন,
“যা নির্দেশ দেওয়া হয়েছে, তার বাইরে একটি পদক্ষেপও চলবে না। প্রতিদিন রিপোর্ট চাই। কাজ না হলে ব্যবস্থা নিতেই হবে।”
সূত্রের দাবি, বৈঠকে জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকলেও বেশ কয়েকজন জনপ্রতিনিধির মুখ গম্ভীর ছিল। অভিষেকের সোমবারের বৈঠকের পর থেকেই দলের ওপর যে চাপ তৈরি হয়েছে, এদিনের বৈঠকে তা আরও বাড়ল।
বৈঠকের পর থেকেই ব্লক ও বুথ স্তরে ফের তদারকি বাড়াতে শুরু করেছে তৃণমূল। রাত থেকেই পুরুলিয়া ১, পুরুলিয়া ২, মানবাজার, পাড়া, ঝালদা— সব ব্লকে নতুন করে রিপোর্ট চাওয়া শুরু হয়েছে।
এখন দেখার, মন্ত্রীর হুঁশিয়ারিতে দলীয় কর্মীরা কতটা দ্রুত পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারেন। দলের অন্দরের গুঞ্জন—“যাঁরা কাজ করেননি, তাঁদের জন্য সময় এখন সত্যিই খুব কম।”











Post Comment