insta logo
Loading ...
×

পুরুলিয়ায় সাহিত্য উৎসব থেকে নির্বাচন কমিশনকে আক্রমণ মন্ত্রী ব্রাত্যর

পুরুলিয়ায় সাহিত্য উৎসব থেকে নির্বাচন কমিশনকে আক্রমণ মন্ত্রী ব্রাত্যর

সুইটি চন্দ্র, পুরুলিয়া :

জঙ্গলমহল সাহিত্য উৎসবের মঞ্চ থেকে সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার পুরুলিয়া শহরে ওই উৎসবের উদ্বোধন করতে এসে বিএলও-র কাজে শিক্ষকদের নিয়োগ নিয়ে কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি।

মন্ত্রী বলেন, “নির্বাচন কমিশন শিক্ষকদের বিএলও বানাতে চাইছে, অথচ এই বিষয়ে শিক্ষা দপ্তরের কাছে একটি চিঠিও দেয়নি। একটি সরকারি সংস্থা আরেকটি সরকারি সংস্থাকে চিঠি দেবে, এতে সমস্যা কোথায়? এখানে কী লুকোছাপা চলছে, আমি বুঝতে পারছি না।”

এসআইআর-র কাজের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “বিএলও প্রসঙ্গে কমিশনের শিক্ষা দপ্তরের কোনও লিখিত যোগাযোগ নেই। অথচ ওরা রাজ্যে এসআইআর করবে বলছে। যদি শিক্ষকদের কাজে লাগাতে হয়, তাহলে শিক্ষা দপ্তরকে লিখিতভাবে জানাক। একটা সরকারি সংস্থার আরেকটা সরকারি সংস্থাকে চিঠি দিতে সমস্যা কোথায়?”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “আমার নেত্রী বলেছেন, বিজেপি বিপজ্জনক দল। এর চেয়ে বড় সার সত্য আর কিছু নেই।” পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রশংসা করে ব্রাত্যবাবু বলেন, “আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ম্যাপ দেখিয়ে প্রমাণ করেছেন, বিজেপি ম্যাপ বোঝে না।”

মায়ানমার থেকে রোহিঙ্গা প্রবেশ প্রসঙ্গে অভিষেকের মন্তব্যের সপক্ষেও সওয়াল করেন তিনি। বলেন, “মায়ানমার মানে বার্মা— সেখান থেকে যে পথ কলকাতা আসে তাই আজাদ হিন্দ ফৌজের রাস্তা। বিজেপি সেটাকেই বিদ্রুপ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন— ওই চারটে রাজ্যে এসআইআর কেন হবে না? বিজেপির এই রাজনীতি ঠিক নয়।”

শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিয়ে বলেন, “এসআইআর নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি। বাংলার মানুষকে আমি আশ্বস্ত করছি, তৃণমূল কর্মীরা তাঁদের পাশে আছেন। কারও ভয় পাওয়ার কিছু নেই। বিজেপি কিছুই করতে পারবে না।”

Post Comment