insta logo
Loading ...
×

খেলার আসরে মন্ত্রী

খেলার আসরে মন্ত্রী

অমরেশ দত্ত, মানবাজার:

মানবাজার ১ নং চক্রের অন্তর্গত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল মানবাজার রাধামাধব হাইস্কুল ময়দানে। মঙ্গলবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। উপস্থিত ছিলেন মহম্মদ মানজার হোসেন আনজুম, মানবাজার মহকুমা আরক্ষা আধিকারিক বরুণ বৈদ্য, মানবাজার ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর সহ আধিকারিকগণ, শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্টজনেরা।

Post Comment