insta logo
Loading ...
×

মুরগি চুরি! খুন দুধ বিক্রেতা

মুরগি চুরি! খুন দুধ বিক্রেতা

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

সাত সকালেই উদ্ধার ২৫ বছরের যুবকের রক্তাক্ত দেহ। তুমুল উত্তেজনা শহরের উপকণ্ঠে টামনায়। মৃতের নাম রাহুল যাদব (২৫)। সে পেশায় দুধ ব্যবসায়ী। তার আত্মীয়দের অভিযোগ, রাহুল যাদবকে খুন করা হয়েছে।

রবিবার সকালে পুরুলিয়া শহর লাগোয়া টামনা থানা এলাকার হাইওয়ের পাশ থেকে দুধ ব্যবসায়ী রাহুল যাদবের মৃতদেহ পাওয়া যায়। শনিবার রাত থেকেই নিখোঁজ ছিল রাহুল। পরিবারের আরও অভিযোগ, হাইওয়ে সংলগ্ন একটি বাড়িতে দুধ দিতে যেত রাহুল। সেই বাড়ির বেশ কয়েকটি মুরগি চুরি যায়। সেই মুরগি রাহুল চুরি করেছে তেমন অপবাদ দেওয়া হয়েছিল। সেই বাড়ি সংলগ্ন জায়গায় রক্ত দেখতে পায় পুলিশ। ইতিমধ্যেই এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। দেহ পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃত দুধ ব্যবসায়ী রাহুল যাদবের মামা হরে রাম যাদব বলেন, “গতকাল সন্ধ্যেবেলা দুধ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়। তারপর রাত্রি পৌনে নটা নাগাদ তার ফোন সুইচ অফ হয়ে যায়। ফোন সুইচ অফ পাওয়ায় রাতের বেলাতেই আমরা তার খোঁজ শুরু করি। হাইওয়ের এই স্থানে আমরা রাহুলের মৃতদেহ দেখতে পাই। রাহুল কোন মুরগি চুরি করেনি। তবু কে বা কারা তাকে মুরগি চোর অপবাদ দিয়েছিল। তাদের বাড়ি আমি জানি না। তারাই হয়তো এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এছাড়া রাহুলের কোনো শত্রু ছিল না। “

Post Comment