insta logo
Loading ...
×

মাইলফলক কাড়লো যুবকের প্রাণ

মাইলফলক কাড়লো যুবকের প্রাণ

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

বাইক সঙ্গে মাইলফলকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু এক যুবকের। গুরুতর আহত এক যুবক। ঘটনাটি ঘটেছে আড়শা থানার রুগুড়ি ও কদমপুর রাস্তার মাঝখানে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম বিদ্যুৎ মুখার্জি এবং গুরুতর আহত যুবকের নাম অম্বুজ রাউত। দুর্ঘটনাগ্রস্ত দুই যুবকেরই বাড়ি আড়শা ব্লকের সিরকাবাদ গ্ৰামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে পুলিশ। পথ চলতি মানুষজনের সহযোগিতায় ওই দুই যুবককে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসা চালানোর পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা বিদ্যুৎ মুখার্জিকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অম্বুজ রাউতকে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুই যুবক বাইকে চেপে আজ বুধবার বিকেলে বাড়ি ফিরছিলেন। রুগুড়ি ও কদমপুর রাস্তার মাঝখানে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মাইলফলকে সজোরে ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনা ঘটে।

Post Comment