insta logo
Loading ...
×

তালা ভাঙলেন খোদ সভাপতি

তালা ভাঙলেন খোদ সভাপতি

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর

তালা ভাঙলেন খোদ সভাপতি। দীর্ঘ প্রায় ছয় মাস পর অবশেষে জ্বললো মিডডে মিল উনান। বলরামপুর থানার গেড়ুয়া প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় চালু হলো মিডডে মিল।

দীর্ঘ ৬ মাস মিল বন্ধের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ পেতেই টনক নড়ে কর্তৃপক্ষের।

সংশ্লিষ্ট আধিকারিকদের তৎপরতায় বৃহস্পতিবার বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতি কুমারের নেতৃত্বে ও স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় বিদ্যালয়ে আবারও রান্নার কাজ শুরু হয়। স্কুল চত্বরে এসে রান্নাঘরের তালা ভেঙে নিজেই মিড-ডে মিল চালুর ব্যবস্থা করেন সভাপতি।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য গৌতম মাহাতো, গেড়ুয়া পঞ্চায়েতের প্রধান ও এস.আই অফিসের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এডুকেশন সুপার ভাইজার। তাঁদের সক্রিয় অংশগ্রহণে বিদ্যালয়ে আবার প্রাণ ফিরে পায়।

মিডডে মিল চালু হওয়ায় ভীষণ খুশি স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ। দীর্ঘদিন ধরে এই সুবিধা বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে একপ্রকার হতাশা তৈরি হয়েছিল।

অভিভাবকদের মতে, এই ব্যবস্থা পুনরায় চালু হওয়ায় এখন শিশুরা আরও আগ্রহ নিয়ে বিদ্যালয়ে যাবে এবং সঠিক পুষ্টি গ্রহণের সুযোগও পাবে।
স্থানীয়দের বক্তব্য, এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়োপযোগী। প্রশাসনের পদক্ষেপ ও মিডিয়ার ভূমিকা এই সমস্যার সমাধানে বড় ভূমিকা রেখেছে।

সভাপতি কাল্লাবতী কুমার বলেন, যাতে এমন সমস্যা আর না হয় সেদিকে নজর রাখা হবে।

Post Comment