দেবীলাল মাহাত, কাশিপুর:
মানুষকে বেঁচে থাকতে হলে বাঁচিয়ে রাখতে হবে পরিবেশকে। তার জন্য চাই পরিবেশ বান্ধব উদ্যোগ। সেই উদ্যোগ কিভাবে নেওয়া যায়।
তা নিয়ে কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে সেমিনার কক্ষে “ইন্ডিয়ান কাউন্সিল অফ্ ফিলোসফি রিসার্চের” সহযোগিতায় আয়োজিত হল “মানুষ ও পরিবেশ “শীর্ষক আলোচনাচক্র। আলোচনার শুরু থেকেই উঠে আসে আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবেশকে আমাদের মেরামত করতেই হবে । সাথে সাথে মানবমুখী উন্নয়নের রূপরেখা তৈরির উপর গুরুত্ব দেন আলোচকরা। এদিন আলোচনা চক্রে উপস্থিত ছিলেন সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সম্রাট সেনগুপ্ত, লালপুর মহাত্মা গান্ধী কলেজের অধ্যাপিকা সোমা লোহার, জে কে কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক সুব্রত চৌধুরী, কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ বিভাষকান্তি মন্ডল প্রমুখ। অধ্যাপক সম্রাট সেনগুপ্ত জানান, “বর্তমান সময়ে জল,বায়ু, মাটিকে এমনভাবে ধ্বংস প্রাপ্ত করা হয়েছে। তার প্রভাব ১০ হাজার বছরেও যাবে না । তাই সকলকে এগিয়ে আসতে হবে। সোমা লোহার জানান, “নগরায়নের জন্য প্রাকৃতিক বিপর্যয়ের ফলে পরিবেশের সাথে সাথে নারীদের উপরও প্রভাব সুদূরপ্রসারী। তাই প্রকৃতিকে রক্ষা করতে হবেই।” কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সুশীল সরকার জানান, “বর্তমান সময়ে আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশের গুরুত্ব কতখানি তা আলোচনার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরা হয়েছে।”
Post Comment