insta logo
Loading ...
×

ফিরে দেখা পুরুলিয়ার ২০২৪

ফিরে দেখা পুরুলিয়ার ২০২৪

পুরুলিয়া মিরর ডিজিট্যাল ডেস্ক

১১ জানুয়ারি :

নাবালিকাকে অপহরণ করে পালাচ্ছে সাধুরা। রটল গুজব। আর তার জেরে কাশীপুরে গণ পিটুনির শিকার গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে যাওয়া উত্তরপ্রদেশের তিন সাধু।

১২ জানুয়ারি:

বাঘমুন্ডির ঝাড়খন্ড লাগোয়া জঙ্গল থেকে গ্রেফতার সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য সব্যসাচী গোস্বামী।

৩০ জানুয়ারি :

মানবাজারে ছুটির জন্য শিশু খুন। এলাকার এক আবাসিক বিদ্যালয়ে ৩০ জানুয়ারি প্রথম শ্রেণীর আবাসিক পড়ুয়ার মৃত্যু ।খুনের অভিযোগে ৫ ফেব্রুয়ারি আটক করা হয়েছিল ওই স্কুলের আবাসিক অষ্টম শ্রেণীর এক পড়ুয়াকে। পরে গ্রেফতার হয় স্কুলের শিক্ষকও।

১০ ফেব্রুয়ারি :

হুড়া থানার রখেড়া গ্রামে পারিবারিক অশান্তির জেরে দুই সন্তানকে কুয়োতে ফেলে ঝাঁপ মায়ের।

২৭ ফেব্রুয়ারি :

পুরুলিয়া শহরের ব্যাটারি ময়দানের প্রশাসনিক জনসভা থেকে ভার্চুয়াল মাধ্যমে রঘুনাথপুরের শ্যাম স্টিলের সুসংহত ইস্পাত কারখানার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২ মার্চ:

ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্র আরটিপিএসের দ্বিতীয় পর্যায়ের ভার্চুয়াল মাধ্যমে শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২৪ মার্চ:

বুনো হাতির হামলায় মৃত্যু কোটশিলা থানার সিমনি বিটের কুমারডি টোলার বাসিন্দা মমতা কুমারের।

২২ এপ্রিল:

পদ্মশ্রী সম্মান পেলেন গাছদাদু দুখু মাঝি। পুরুলিয়ার বহু এলাকায় ৫০০০ এর বেশি বট, অশ্বত্থ, আম, জাম, তেঁতুল, পলাশসহ নানা গাছ ইতিমধ্যে লাগিয়েছেন তিনি।

১১ মে:

নিতুড়িয়ার ভামুরিয়া মোড়ে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু দুই পরিবারের পাঁচ জনের।

২৬ জুন:

মদের বোতলের কিউআর কোড স্ক্যান করে পুলিশের অভিনব সাফল্য, জালে ডাকাত দল। পুরুলিয়ার স্বর্ণ বিপণীতে ডাকাতি করেছিল দলটি।

১৩ জুলাই:

সাধারণ মানুষজনের সুরক্ষায় পুরুলিয়া জেলা পুলিশের অ্যাপ ‘সহায়’-কে স্কচ অ্যাওয়ার্ড। যে কোন বিপদে সহায় অ্যাপ সাহায্য করে।

২০ আগস্ট: প্রয়াত বান্দোয়ানের ভালো পাহাড়ের ‘বৃক্ষ মানব’ কমল চক্রবর্তী। প্রখ্যাত সাহিত্যিকের প্রয়াণে শোকস্তব্ধ সারস্বত মহল।

১৩ সেপ্টেম্বর :

মামলা তুলতে রাজি না হওয়াতে টামনা থানা এলাকার তরুণীর ওপরে অ্যাসিড হামলা।

১৪ সেপ্টেম্বর :

কোটশিলার জঙ্গলে হদিশ বিরল স্তন্যপায়ী হানি ব্যাজারের৷ বাংলায় বন দফতরের পাতা ট্র‍্যাপ ক্যামেরায় এই প্রথম ধরা পড়ল হানি ব্যাজার।

১৮ সেপ্টেম্বর :

টানা বৃষ্টিতে কাশীপুরের আগরবাইদ গ্রামে বাড়ির দেওয়াল ধসে মৃত্যু কল্যাণী বাউরির।

১১ অক্টোবর :

নবমীর রাতে বাড়িতেই অস্বাভাবিক ভাবে মৃত্যু ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর। তদন্তে ফরেনসিক দল।

১৬ অক্টোবর:

বরাবাজারের তসরবাঁকি ঘাটে কুমারী নদীর চরে তরুণীর মৃতদেহ উদ্ধার।

২২ নভেম্বর:

সঙ্গীত নাটক আকাদেমীর ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার পেলেন টামনা থানার পুড়রু গ্রামের সুনীতা মাহাতো। ছৌ নৃত্যের জন্য এই পুরস্কার পেলেন তিনি।

২২ ডিসেম্বর :

বান্দোয়ানে ঢোকে ওড়িশার বাঘিনী জিনাত। পরে নাম হয় গঙ্গা। ২৯ ডিসেম্বর বাঁকুড়ার রানিবাঁধের গোপালপুর থেকে উদ্ধার করা হয় শার্দূল সুন্দরীকে।

২৬ ডিসেম্বর:

২০২৫-র ২৬ শে জানুয়ারি দেশের সাধারণতন্ত্র দিবসে নাটুয়া নৃত্য পরিবেশনের জন্য দিল্লি রওনা দিল বলরামপুরের পাঁড়দ্দার বীরেন কালিন্দী ও তাঁর নাটুয়া নৃত্য দল।

Post Comment