insta logo
Loading ...
×

ঝুমুর শিল্পীর স্মরণ সভা

ঝুমুর শিল্পীর স্মরণ সভা

অমরেশ দত্ত, কেন্দা:

তিনি ছিলেন জেলার ঝুমুর চর্চার এক স্মরণীয় নাম৷ লালন পুরস্কারপ্রাপ্ত সেই মিহিরলাল সিংদেওয়ের স্মরণে পুঞ্চা ব্লকের কেন্দা থানার রাজনোয়াগড় গ্রামে আয়োজিত হলো স্মরণ সভা। রাজবাড়ির দুর্গা মন্দিরের সামনে ঝুমুর শিল্পীর স্মৃতির উদ্দেশ্যে প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানালেন মিহিরলাল সিংহদেওয়ের সন্তান দেবরাজ সিংহ দেও, বসন্ত লাল সিংহ দেও,মটন লাল সিংহ দেও সহ বিশিষ্ট গুণীজন শিল্পী ও এলাকার সঙ্গীত প্রেমীগন।

Post Comment