নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
প্রায় সমস্ত ধরণের বাদ্যযন্ত্র পোষ মেনেছিল তার হাতে। নিজেদের লেখা নিজেদের সুর করা গান নিয়ে সেই ২০০০ সালে সে গড়ে তুলেছিল পুরুলিয়া জেলার প্রথম বাংলা ব্যান্ড রুখামাটির ধূমকেতু। পুরুলিয়া পৌরসভার অর্থানুকূল্যে বার হয়েছিল অ্যালবাম ‘পুটুসে পলাশে’। ছবি আঁকা থেকে ক্রিকেট সবেতেই প্রতিভার স্বাক্ষর যখন সে রেখে চলেছে,তখনই পথ দুর্ঘটনা কেড়ে নিয়েছিল পুরুলিয়ার গড়জয়পুরের বাসিন্দা বহুমুখী প্রতিভার অধিকারী যুবক সৌমেন দাসের প্রাণ। তাঁর স্মৃতিতে প্রতিবছরের মতো এবছরও জয়পুর সেনানীর আনুকুল্যে ও জয়পুর বাণী ক্লাবের পরিচালনায় জয়পুর আর বি বি হাইস্কুল ময়দানে আয়োজিত হয়ে গেল সৌমেন দাস মেমোরিয়াল ক্রিকেট প্রতিযোগিতা। এবছর খেলায় অংশ নিয়েছিল ৮ টি দল। বৃহস্পতিবার ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে জয়পুর নামোপাড়া সি আর সেভেন। ২৯ বলে ঝোড়ো ৭১ রান করে দলকে এই রানে পৌঁছে দেন ছোটু খান। জবাবে ব্যাট করতে নেমে রানা অধিকারীর ৩১ বলে ৭৫ রানে ভর করে মাত্র দুবল বাকি থাকতে ৫ উইকেটে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় জয়পুর জিপি। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রানা অধিকারী। ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন ইন্দ্রনীল সিংদেও। বিজয়ী দলকে নগদ ৩০ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়৷ রানার্স দল পায় ২০ হাজার টাকা। জয়পুর বাণী ক্লাবের কার্যকরী সভাপতি অসিত চ্যাটার্জি জানান এবছর ছিল সৌমেন দাস মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ১৬ তম সংস্করণ। সুষ্ঠু ভাবে টুর্নামেন্ট পরিচালনার জন্য প্রয়াত সৌমেন দাসের কাকু অসীম দাস আয়োজক ও দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
Post Comment