দেবীলাল মাহাত, আড়শা:
স্বর্গীয় রঞ্জিত মাঝি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের (সিরকাবাদ প্রিমিয়ার লিগ) ফাইনালে জয়ী হল টাঁড়ি কিংস ইলেভেন, আড়শা। গত মঙ্গলবার এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল আড়শা ব্লকের সিরকাবাদ বাসস্ট্যান্ড লাগোয়া মাঠে। টুর্নামেন্টে এলাকার মোট ১০টি দল অংশগ্রহণ করেছিল । ফাইনাল খেলায় মুখোমুখি হয় টাঁড়ি কিংস ইলেভেন বনাম আড়শা ব্লক একাদশ । খেলায় জয়ী হয় টাঁড়ি কিংস ইলেভেন। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত , আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, এলাকার বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল কুমার, জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাত, আড়ষা ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ মেট্যা সহ অন্যান্যরা। এদিন খেলা দেখতে প্রচুর মানুষ এসেছিলেন মাঠে।
Post Comment