নিজস্ব প্রতিনিধি, মানবাজার : এলাকার বিশিষ্ট ক্রীড়া শিক্ষক ছিলেন তিনি। এলাকার ক্রীড়া জগতের সেই অনুপম নক্ষত্র অশোক মাহাতর স্মরণে তাঁর নামাঙ্কিত স্মৃতি শীল্ড ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে এলাকায়। এ বছর দ্বিতীয় বর্ষের আয়োজন। ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো মানবাজার ২ নং ব্লকের কুড়ারবাইদ ফুটবল ময়দানে। আজ টুর্নামেন্টের সূচনা করেন পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মেঘদূত মাহাত। উপস্থিত ছিলেন মানবাজার ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাত, প্রধান সুশীলা সরেন, অমিতেশ মাহাত, শান্তি গোপাল গাঙ্গুলি, সঞ্জীব মাহাত, পরমেশ্বর সরেন প্রমুখ।
Post Comment