insta logo
Loading ...
×

অপরাজিতা আইন হোক, সরব পুরুলিয়া

অপরাজিতা আইন হোক, সরব পুরুলিয়া

পুরুলিয়া মিরর ব্যুরো

সেই সেপ্টেম্বর মাসেই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল। আর জি কর আবহে নারী ও শিশুদের উপর যৌন নির্যাতন বন্ধে কঠোরতম শাস্তি কার্যকর করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ‘অপরাজিতা বিল’ পাশ করিয়েছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। রাজ্যের চাপে রাজ‌্যপালও বিলটি দিল্লিতে পাঠিয়ে দেন। তিন মাস কাটতে চলল। অথচ তাতে সম্মতি দেননি রাষ্ট্রপতি। আইনেও পরিণত হয়নি ‘অপরাজিতা’। এবার অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে পথে নামল রাজ্যের শাসকদল। দলের মহিলা শাখা আহ্বান করছে ধর্না ও বিক্ষোভ কর্মসূচির। আজ রবিবার পুরুলিয়া জেলার বলরামপুর, মানবাজার ১ নং, পুরুলিয়া ১ নং, পুঞ্চা, জয়পুর প্রভৃতি ব্লকে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। করা হয় ধর্না সভা।
মানবাজার হাসপাতাল মোড়ে আজ রবিবার পথসভা ও ধর্ণা কর্মসূচি পালন করল মানবাজার ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সহ সভাপতি গুরুপদ টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা প্রতিমা বাউরী, মানবাজার ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, সহকারী সভাপতি দিলীপ পাত্র, মানবাজার ১নং ব্লক তৃনমুল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ, মানবাজার অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী সহ অন্যান্য নেতা কর্মীরা।
এদিন পুঞ্চার দলাহা মোড় থেকে পুঞ্চা থানার সামনে কিষান মান্ডির কাছে এসে ধর্না কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, মহিলা নেত্রী বর্ণালি মাহাতো, পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক কুমার মাহাতো, পুঞ্চা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কৃষ্ণচন্দ্র মাহাতো, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস, পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি চরণ পাহাড়ি দাস সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা।
পুরুলিয়া ১ নম্বর ব্লক এর কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব সিংহ দেও, ব্লক তৃণমূল মহিলা নেত্রী প্রমিলা মাহাতো সহ ব্লকের অন্যান্য নেতৃত্ব বর্গ।

বলরামপুরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার, মহিলা সভানেত্রী প্রতিমা কিস্কু, বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুপ্রিয় মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব বর্গ।
জয়পুরে উপস্থিত ছিলেন জয়পুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি, জয়পুর ব্লক তৃণমূল সভাপতি রাজাবাবু আনসারি, জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋষিপদ গোপ, জেলা পরিষদ সদস্য অর্জুন মাহাতো, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা সহ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যারা। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল নেতা নেত্রীরাও।

Post Comment