নিজস্ব প্রতিনিধি, বলরামপুর : বিডিও – সভাপতি যোগসাজশে চলছে লাগাতার দুর্নীতি। এমন অভিযোগ তুলে পুরুলিয়া জেলার বলরামপুর পঞ্চায়েত সমিতিতে শাসকদল তৃণমূলের ১২ সদস্যের গণ ইস্তফা৷ ফের জেলার বুকে আরও একবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। বলরামপুর পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা ২১। এর মধ্যে তৃণমূলের টিকিটে জিতেছিলেন ১৯জন। তাদেরই ১২ জন আজ শুক্রবার একযোগে পদত্যাগপত্র পেশ করেন পুরুলিয়া সদরের মহকুমা শাসকের কাছে। পুরুলিয়া সদর মহকুমাশাসক উৎপলকুমার ঘোষ বলেন, ” বলরামপুর পঞ্চায়েত সমিতি থেকে কিছু নথিপত্র জমা দিয়ে গিয়েছে বলে শুনেছি। বিষয়টি এখনও দেখা হয়নি। বিষয়টি দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। “বারোজনের মধ্যে আছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভালোমণি সোরেণও। পদত্যাগপত্রেই তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন সভাপতি কাল্লাবতী কুমার ও বিডিও সৌগত চৌধুরীর প্রতি। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ দাস গোস্বামী বলেন, চেয়ারে বসার পর থেকে বিডিওকে হাত করে লাগাতার দুর্নীতি করে চলছেন সভাপতি। বারে বারে প্রশাসনিক স্তরে প্রমাণ সহ অভিযোগ করলেও সুরাহা হয়নি। মুখ্যমন্ত্রী বারংবার নির্দেশ দিয়েছেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের পাশে না থাকতে। সেই নির্দেশ মেনেই এই পদত্যাগ। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি। অন্যদিকে, পূর্বে সমস্যা ছিল বলরামপুর পঞ্চায়েত সমিতি নিয়ে, এমন কথা স্বীকার করেও তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, পদত্যাগের বিষয়টি দলীয়ভাবে জানি না। একসঙ্গে বসে সমস্যা মিটিয়ে নেওয়া হবে। অভিযোগের সত্যতা থাকলে নেওয়া হবে ব্যবস্থা।
Post Comment