insta logo
Loading ...
×

আদিবাসী সংগঠনের উদ্যোগে মহাসমাবেশ ও করম পুজো মানবাজারে

আদিবাসী সংগঠনের উদ্যোগে মহাসমাবেশ ও করম পুজো মানবাজারে

নিজস্ব প্রতিনিধি, মানবাজার: বঙ্গ মাঝি সাঁওতাল সমাজ উন্নয়ন সমিতির উদ্যেগে মানবাজার থানার কাল্লাগোড়া মাঝি ময়দান ধগোড়াতে রবিবার আয়োজিত হলো করম পুজো। সেই সঙ্গে মহাসমাবেশ। অতিথিদের উপস্থিতিতে এদিন অনুষ্ঠানের সূচনা হয়। জমকালো আয়োজন ও মনোমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হয় এই দিনটি। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিল করম নৃত্য।অনুষ্ঠানের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আগামী দিনের কর্মসূচি নিয়ে বিশদে আলোচনা হয়।উপস্থিত ছিলেন বঙ্গ মাঝি সাঁওতাল সমাজ উন্নয়ন সমিতির সভাপতি হিরণময় মাঝি, সম্পাদক লক্ষীকান্ত মাঝি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Post Comment