নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি :
ছৌ নাচের মরশুম। ক্যালেন্ডারে চৈত্র পড়তেই মুখোশের বরাতের ঢল। প্রায় কোটি টাকার বরাত পেয়েছেন পুরুলিয়ার মুখোশ গ্রাম চড়িদার হস্তশিল্পীরা। চৈত্র থেকে একেবারে জ্যৈষ্ঠ পর্যন্ত পুরুলিয়ার গ্রামে গ্রামে ছৌ নাচের মরশুম।নতুন আর্থিক বছরের আগে চাঙ্গা হয়ে উঠেছে বাঘমুণ্ডির চড়িদা গ্রামের অর্থনীতি৷ মুখোশের বাজারে এবার ট্রেন্ডিং বনদুর্গা আর কৃষ্ণ। সঙ্গে পুরুলিয়ার ছৌ বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কিরাত-কিরাতিন নতুন লুকে আকর্ষণের কেন্দ্রে। দোলের বাজারে ২০ লাখ টাকার মুখোশ বেচেছে এই গ্রাম।

পুরুলিয়া ছৌ মুখোশ শিল্পী উন্নয়ন সমিতি, চড়িদা শাখার সহ-সভাপতি ফাল্গুনী সূত্রধর বলেন, ” দোল-হোলির সময় এলাকার সব কটি মুখোশের দোকানেই ৫ থেকে ১০ হাজার টাকার বিক্রি হয়েছে। দোকান রয়েছে মোট ১২০টা । এই দু’দিন প্রায় ২০ লাখ টাকার বিক্রি হয়েছে। এবার প্রত্যেকটা মুখোশ শিল্পী ব্যাপক ছৌ নাচের মুখোশের বরাত পেয়েছেন। “

শিল্পী বিজয় সূত্রধর বলেন, “এক একটা দোকান এখনই ৫০ থেকে ৭৫ হাজার টাকার বরাত পেয়ে গিয়েছে। ফলে হিসেবটা প্রায় কোটি টাকার।” ফলে রাত জাগছে মুখোশ গ্রাম। রাত দশটার পরেও ঝাঁপ বন্ধ হচ্ছে না। কাজ চলছেই। পুরুলিয়ার লোক শিল্প ও হস্ত শিল্প নিয়ে কাজ করা গবেষক উৎপল দাস বলেন, ” ১০-১২ টা অনুষ্ঠান টিকে যায় এক একটা ছৌ নাচের মুখোশ । এই সময় পুরুলিয়ার ছৌ দলগুলি বিভিন্ন গ্রামে গ্রামে পালা করে। তাই মুখোশের ব্যাপক চাহিদা। ঝাড়খন্ডের বেশ কিছু দল পুরুলিয়ার বীর রসের ঘরানার ছৌ নাচ করেন। তারাও মুখোশ কিনতে আসছেন চড়িদায়। “
Post Comment