insta logo
Loading ...
×

আবাস প্লাসে দুর্নীতি রুখতে মাঠে প্রশাসন, ম্যারাথন চেকিং!

আবাস প্লাসে দুর্নীতি রুখতে মাঠে প্রশাসন, ম্যারাথন চেকিং!

অমরেশ দত্ত , মানবাজার :


আবাস প্লাসে দুর্নীতি রুখতে মাঠে নামলো প্রশাসন। চলছে ম্যারাথন চেকিং। পরিদর্শন করতে অপেক্ষমান তালিকায় থাকা ‌উপভোক্তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন বিডিও সহ বিডিও অফিসের আধিকারিকেরা। শুক্রবার মানবাজার ১-নং ব্লকের বারোমেশ্যা রামনগর গ্রাম পঞ্চায়েতের বুদপুর গ্রাম সহ অন্যান্য গ্রামের উপভোক্তার বাড়ি গিয়ে পরিদর্শন করেন মানবাজার ১-নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর। সঙ্গে ছিলেন অফিসের বিভিন্ন আধিকারিক। তাঁরা উপভোক্তাদের ঘর পরিদর্শন করে নিশ্চিত করছেন আবেদনকারীরা আবাস প্লাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য কিনা। কাগজপত্র পরীক্ষা থেকে শুরু করে সরাসরি উপভোক্তাদের সঙ্গে কথা বলেন মানবাজার ১-নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর। সারা রাজ্য জুড়ে আবাস প্লাস যোজনায় দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলছে ম্যারাথন চেকিং। একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজে তালিকাকে স্বচ্ছ করতে সচেষ্ট পুরুলিয়া জেলা প্রশাসন।

Post Comment