insta logo
Loading ...

গুলির লড়াই ! ছদ্মবেশে পুলিশ পাহারা নার্সিংহোমে!

গুলির লড়াই ! ছদ্মবেশে পুলিশ পাহারা নার্সিংহোমে!

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

যৌথ বাহিনীর হানায় বোকারোতে আট মাওবাদীর মৃত্যুর জেরে পুরুলিয়ার সীমানায় চলছে নাকাবন্দি। ছদ্মবেশে নার্সিংহোমে নজরদারি চালাচ্ছে পুলিশ। এক কথায় জেলা জুড়ে বিশেষত বোকারো সীমান্তের থানাগুলিতে রেড অ্যালার্ট জারি করেছে পুরুলিয়া জেলা পুলিশ।

সোমবার সকালে বোকারো জেলার লালপানিয়া এলাকার লুগু পাহাড় গুলির লড়াইয়ে ত্রস্ত হয়ে উঠেছিল। একদিকে যৌথ বাহিনী, অন্যদিকে মাওবাদীরা। চলে তুমুল গুলির লড়াই। গুলিবিদ্ধ হয়ে আট মাওবাদী লুটিয়ে পড়ে মৃত্যুর কোলে। গুলি লেগে আহত হয়েছে আরও বেশ কয়েকজন মাওবাদী। তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুরুলিয়ার সীমানায় জখম মাওবাদীরা যাতে ঢুকে পড়তে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছে পুরুলিয়া জেলা পুলিশ। ঝাড়খন্ড ছুঁয়ে থাকা ঝালদা, কোটশিলা, জয়পুর এলাকায় নাকা চেকিংয়ের পাশাপাশি সীমানা এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ। তাও আবার সাধারণ পোশাকে। কোনোভাবে আহত মাওবাদীরা চিকিৎসার জন্য বাংলা-ঝাড়খন্ডের নার্সিংহোম গুলিতে ভর্তি হতে এলেই যাতে তৎক্ষনাৎ তাদের ধরা যায় সে জন্য পাতা হয়েছে ফাঁদ। সতর্কতা জারি ঝাড়খন্ড সীমান্তের ঝালদা, কোটশিলা ও জয়পুর থানা এলাকায়। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “বোকারোতে এই ঘটনার পর আমাদের সীমান্ত এলাকায় সর্বত্র নজরদারি চলছে।”

এদিন বোকারোতে যৌথ বাহিনীর সঙ্গে লড়াইয়ে মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য বিবেক নিহত হয়েছেন। তার মাথার দাম ধার্য্য হয়েছিল এক কোটি টাকা। এরপর
মাওবাদীদের যাতে আরও কোণঠাসা করে দেওয়া যায় সেদিকে লক্ষ্য নিয়ে ঝাড়খন্ড পুলিশ বাংলা পুলিশের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে।

ঝাড়খন্ড সীমান্তে ঝালদার মাহাতোমারা, কোটশিলার গুড়িডি, জয়পুরের চিড়কামু এলাকায় নাকাবন্দি অভিযান চলছে। রীতিমতো গাড়ির ডিকি খুলে চলছে তল্লাশি। ওই এলাকার বাংলা-ঝাড়খণ্ডের সমস্ত নার্সিংহোমে চলছে ছদ্মবেশে নজরদারি।

Post Comment