নিজস্ব প্রতিনিধি, বরাবাজার : সাদা কাগজ আর লাল কালি। লাল কালিতে হাতে লেখা পোস্টার। মাওবাদীদের। পুজোয় মাও পোস্টারে ছয়লাপ জঙ্গলমহল। এক সময় যে বরাবাজার থেকে পুলিশের বন্দুক লুট করে পালিয়ে ছিল মাওবাদীরা, সেই বরাবাজার জুড়ে মাওবাদীদের পোস্টার। দুর্গা পঞ্চমীর রাতে বরাবাজার থানার তুমড়াশোল, লটপদা, বাঁশবেড়া, সিন্দ্রি অঞ্চলের বিভিন্ন ইলেকট্রিক পোল, কালভার্ট, গাছ ইত্যাদি জায়গায় মাও নামাঙ্কিত পোস্টার দেখা যায়। কোনও পোস্টারে লেখা “সমাজের শিক্ষিত বঞ্চিত যুবক যুবতীদের কাছে আমাদের আবেদন আপনারা শাসক শ্রেণির নেতা মন্ত্রীর পেছনে না ছুটে গণ আন্দোলন গড়ে তুলুন।” আবার কোনও পোস্টারে সরাসরি তাদের দলে যোগ দেওয়ার ডাক। “বেকারত্ব দূর করতে আমাদের আন্দোলনে যোগদান করুন…C.P.I(মাওবাদী)”। একটি পোস্টারে সিন্দ্রি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বিপদতারণ সহিসের রহস্যময় মৃত্যুর বিচার চাওয়া হয়েছে। অভিযোগ, উর্ধতন কর্মকর্তাদের হয়রানির শিকার হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন তিনি। পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই পোস্টার মাওবাদীদের নয়। বিভ্রান্তি ছড়াতেই পুজোর মুখে এই পোস্টার ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Comment