নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ ঝালদার বাসিন্দা যুবক তথা আইবি অফিসার মনীশ রঞ্জন মিশ্রের মরদেহ এলো পুর শহরে। তীব্র দাবদাহ উপেক্ষা করে থিকথিকে ভিড় ঝালদা মেন রোডে। উঠছে মুহুর্মুহু কান্নার রোল। ভারাক্রান্ত হৃদয়ে নৃশংস জঙ্গি হামলায় নিহত ঘরের ছেলেকে শেষবার দেখে নিচ্ছেন ঝালদার জনগণ। যুবকদের টি শার্টে লেখা ‘মনীশ অমর রহে’। গর্জে উঠছে জনতা। ক্রোধ আর বেদনা যুগপৎ তাঁদের বলিয়ে নিচ্ছে, ‘পাকিস্তান মুর্দাবাদ ‘!

দেহ এলো বাড়িতে।পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিজে হাতে-কাঁধে করে নিহত আইবি অফিসার মনীশরঞ্জন মিশ্র-র কফিনবন্দি মৃতদেহ
তার বাড়িতে নিয়ে আসেন। জাতীয় পতাকার অলঙ্কার ঘিরে রেখেছে অমর শহিদকে। চোখের সামনে এমন নারকীয় হত্যাকাণ্ড দেখে অসুস্থ হয়ে পড়েছেন মনীশ বাবুর স্ত্রী বছর ছত্রিশের জয়া মিশ্র। জ্ঞান নেই তাঁর। শায়িত অবস্থাতেই তাঁকে ঘরে ঢোকানো হলো। কাঁদতে কাঁদতে ঘরে এলো বারো বছরের পুত্র। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে বুকে জড়িয়ে বাবার মরদেহের সামনে নিয়ে এলেন। ‘পাপা’ বলে কান্নায় ভেঙে পড়ল ছেলে। পিতৃহারা সন্তানের ক্রন্দনে যেন গলে যাবে পাথরও। সংক্রমিত হচ্ছে কান্না। সবার চোখে জল। শুধু তেমন বোধ তৈরি হয়নি বলে মনীশ বাবুর পাঁচ বছরের ছোট্ট কন্যা ভাবলেশহীন তাকিয়ে। একমনে চুষে চলছে আঙুল।

এমন নারকীয় জঙ্গি হামলার প্রতিবাদে ঝালদায় ১২ ঘন্টার বনধ চলছে আজ। বনধের ডাক দিয়েছে ঝালদার নাগরিক মঞ্চ ও ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুরু হয়েছে বনধ। স্বতঃস্ফূর্ত ভাবে শামিল হয়েছেন ঝালদার জনগণ। সকাল থেকেই বন্ধ রয়েছে দোকানপাট।

মনীশ বাবুর ঝালদার বাড়িতে সকাল থেকেই মানুষজনের ভিড়। হাজির ঝালদা নাগরিক মঞ্চের কর্মকর্তারাও। মনীশ বাবুর কফিনবন্দি দেহ বৃহস্পতিবার সকালে এসে গিয়েছিল ঝাড়খণ্ডের রাঁচির বিমানবন্দরে। সিআরপিএফ ক্যাম্পে দেওয়া হয় গার্ড অফ অনার। তারপর মৃতদেহ ঝালদার বাড়িতে নিয়ে আসা হবে। পুরুলিয়া জেলা প্রশাসন পাহারা দিয়ে ওই কফিন বন্দি মৃতদেহ নিয়ে আসে। শেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ঝালদার শ্মশানেই শেষকৃত্য সম্পন্ন হবে।

নিহত আইবি অফিসারের বাড়িতে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এসেছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উপস্থিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো।
প্রস্তুতি চলছে শেষকৃত্যের। আর কিছুক্ষণ পরেই ছাই হয়ে যাবে দেহ। অমর হয়ে থাকবেন ঝালদার সন্তান মনীশরঞ্জন।
Post Comment