insta logo
Loading ...
×

কাশ্মিরে জঙ্গি হামলায় নিহত ঝালদার মনীশ

কাশ্মিরে জঙ্গি হামলায় নিহত ঝালদার মনীশ

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

কাশ্মীরে জঙ্গী হামলায় নিহতদের মধ্যে রয়েছেন পুরুলিয়ার এক বাসিন্দাও। স্বরাষ্ট্র মন্ত্রকের আইবি অফিসার মনীশ রঞ্জন মিশ্রা ঝালদা পুর শহরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় যে ২৮ জন পর্যটক মারা গিয়েছেন তিনি তাঁদের একজন। পুরনো বাঘমুন্ডি রোড এলাকার এই বাসিন্দা মনীশ বাবু নিজ কর্মস্থল হায়দ্রাবাদ থেকেই তাঁর পরিবারকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন।

তাঁর দুই ভাই ও বাবারও বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার কথা ছিল। মনীশ বাবু সহ তাঁর পরিবার কাশ্মীর থেকে বৈষ্ণবদেবী চলে যেতেন। সেখানেই তাঁরা বাকিদের সঙ্গে মিলিত হতেন বুধবার। মনীশ বাবুর ভাই বিনীত মিশ্রা বলেন, “কাল বিকালে যখন খবরটা পেলাম স্তব্ধ হয়ে গেছি l আমাদের যে বৈষ্ণোদেবী মন্দিরে দেখা হওয়ার কথা ছিল আজ!” বুকফাটা কান্নায় ভেসে যাচ্ছে মনীশ বাবুর বাবা-মা’র চোখ।

সকাল থেকেই প্রয়াত আইবি অফিসারের বাড়িতে ভিড় উপচে পড়ছে। মনীশ বাবুর ভাই বিনীত আবগারি দপ্তরের আধিকারিক। আরেক ভাই বিএসএফ অফিসার। বাবা মঙ্গলেশ মিশ্রা ঝালদা হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসর নেন।

পড়শি সন্তোষ চালক বলেন, “আমার কোলে-পিঠে বড় হয়েছে ছেলেটা। ও এভাবে জঙ্গি হামলায় মারা গেল, ভাবতেই পারছিনা। আমরা বদলা চাই। “

বুধবার দুপুর সাড়ে ১১ টায় ওই নিহত আইবি অফিসারের বাড়িতে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। সকাল সাড়ে নটায় আসার কথা বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোর।

মনীশ বাবুর বন্ধু তথা ঝালদার বাসিন্দা আদিত্য শর্মা বলেন,”জঙ্গি হামলার খবর পেয়ে ডালটনগঞ্জ থেকে বাড়ি ফিরে আসেন মনীশের বাবা। এভাবে যদি জঙ্গীরা পর্যটকদেরকে নাম জিজ্ঞাসা করে খতম করে তাহলে কাশ্মীরে কেউ যাবে না আর। আমরা চাই কেন্দ্র সরকার জলদি এই নৃশংস হত্যাকাণ্ডের বদলা নিক।”

Post Comment