নিজস্ব প্রতিনিধি, মানবাজার: মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে রাজ্য জুড়ে কর্মসূচি নিলো তৃণমূল। কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ গ্রহণ করার দাবিতে সমগ্র রাজ্যের সঙ্গে শনিবার দুপুরে মানবাজার পোস্ট অফিস মোড়ে পথসভা ও ধর্ণা কর্মসূচি পালন করে মানবাজার ১ ব্লক তৃণমূল। ওই কর্মসূচিতে ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট তথা আদিবাসী নেতা গুরুপদ টুডু,পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা প্রতিমা বাউরি, মানবাজার ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, মানবাজার ১ ব্লক তৃনমুল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ, মানবাজার অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী প্রমুখ।
Post Comment