insta logo
Loading ...
×

রৌপ্যকাপে ঝলমলে মানবাজার

রৌপ্যকাপে ঝলমলে মানবাজার

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

লাল বল, সবুজ মাঠ আর শীতের নরম রোদকে সঙ্গে নিয়ে বুধবার মানবাজারে শুরু হল রৌপ্যকাপ ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট। পরিচালনায় ‘আমরা কজন’ কমিটি। মানবাজার হাইস্কুল মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করেছে। বুধবার প্রথম ম্যাচে মুখোমুখি হয় প্রগতি সংঘ ও আরসিএম ক্লাব। এদিন আরসিএম ক্লাবকে হারিয়ে জয়ী হয় প্রগতি সংঘ। এদিনের প্রতিযোগিতায় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র, মানবাজার রাধামাধব ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র, বিশিষ্ট ক্রীড়াবিদ রাজা দত্ত সহ অন্যান্যরা।

Post Comment