নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
রাস্তা সারাইয়ের দাবিতে বাঁশ বেঁধে অবরোধে নামলেন মানবাজার সদরের মধুপুর এলাকার মানুষজন। অবরোধের ফলে মানবাজার বাস স্ট্যান্ড থেকে বরাবাজার যাওয়ার মুখে আটকে পড়ে একাধিক সরকারি, বেসরকারি বাস ও ছোট গাড়ি। অবরোধকারীদের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরেই ওই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে প্রায় ছোট, বড় দুর্ঘটনা ঘটেছে। জখম থেকে মৃত্যু পর্যন্ত হয়েছে। বিভিন্ন স্তরে রাস্তা মেরামতের আবেদন করেও কোনো ফল হয়নি। এদিন অবরোধের খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছে রাস্তা সারাইয়ের আশ্বাস দেন মানবাজার ১ ব্লকের যুগ্ম বিডিও ধনঞ্জয় কুমার। তার পর অবরোধ তুলে নেন এলাকার মানুষজন। ধনঞ্জয় বাবু বলেন,” ওই রাস্তাটি পুজোর আগেই আমরা হাত দিচ্ছি।টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলেই নতুন করে ওই রাস্তাটি নির্মাণ করা হবে।”











Post Comment