নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
জঙ্গলমহল পুরুলিয়া থেকে কলকাতার যাতায়াত এখন আরও সহজ। শুক্রবার চালু হল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মানবাজার থেকে কলকাতা বাস সার্ভিস। ভায়া ঝাড়গ্রাম হয়ে এই বাস পৌঁছে যাবে কলকাতায়। আনুষ্ঠানিক ভাবে এই বাসের উদ্বোধন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মানবাজারের মহকুমাশাসক মহম্মদ মানজার হোসেন আনজুম, সমাজসেবী গুরুপদ টুডু সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মন্ত্রী সন্ধ্যারানী টুডু বলেন, “পুরুলিয়ার সঙ্গে কলকাতার যোগাযোগ আরও সহজ করে তুলতে এই বাস পরিষেবা। রাজ্যে পালাবদলের পর কলকাতার সঙ্গে জঙ্গলমহলের যোগাযোগ অনেকটাই মসৃণ হয়েছে। রয়েছে একাধিক সরকারি বাস পরিষেবা। সেখানে আরও একটি বাসের সংযোজন হল। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন এই বাসটি বেলা ১১টা ২০ মিনিটে মানবাজার ডিপো থেকে ছাড়বে। তারপর মানবাজার থেকে ছেড়ে এই বাস বান্দোয়ান, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, খড়গপুর, চৌরঙ্গী মোড়, সাঁতরাগাছি হয়ে ধর্মতলা পৌঁছাবে সন্ধ্যে ৬:৪৫-এ । একইভাবে কলকাতার ধর্মতলা থেকে এই বাস ছাড়বে সকাল ৬:৪৫-এ। মানবাজার পৌঁছাবে দুপুর ২:১০-এ। এই বাস পরিষেবায় চলবে দুটি বাস। নতুন করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এই বাস পরিষেবা চালু করায় খুশি জঙ্গলমহলের মানুষজন।
Post Comment