অমরেশ দত্ত, মানবাজার:
কেউ সরকারি চাকুরিজীবী। কেউ বেসরকারি সংস্থার কর্মী। আবার কেউ ব্যবসায়ী। এই মানুষগুলিই তাঁদের পেশা ভুলে শুধুমাত্র যাত্রার নেশায় এক রাতের জন্য হয়ে ওঠেন এলাকার মস্তান, ডাক্তার, পুলিশ, মহাজন, পূজারী। এইভাবেই নিজেদের উদ্যোগে যাত্রাশিল্পকে আজও টিকিয়ে রেখেছেন পুরুলিয়া জেলার মানবাজার নিউ শিল্পী মহল, মানবাজার সৌখিন নাট্য সংস্থা, মানবাজার শ্যামা কালী নাট্য দলের শিল্পীরা। মানবাজারে যাত্রাশিল্প ছিল একসময় লোকজ সংস্কৃতির প্রাণ। কালক্রমে হারিয়ে যাওয়া এ শিল্প এখনও ধরে রেখেছে হাতেগোনা কয়েকটি যাত্রা দল।
একসময় যাত্রার খুব কদর ছিল। মানবাজারে যাত্রাপালা হলে আশেপাশের গ্রামের লোকজন যাত্রা উপভোগ করতে আসতেন।স্থানীয় সূত্র অনুযায়ী এই এলাকার যাত্রার ইতিহাস অনেক পুরানো। শুরুর দিকে হ্যাজেক লাইট জেলে যাত্রা মঞ্চস্থ করা থেকে বর্তমানে বৈদ্যুতিক জেনারেটরের সাহায্য নিয়ে ঝলমলে আলোর ব্যবহার সবকিছুর সাক্ষী মানবাজার শহর।একসময় একের পর এক যাত্রা মঞ্চস্থ হতো যা অনেক সময় পেশাদারী শিল্পীদেরও হার মানিয়েছে। এমনটাই দাবি এলাকাবাসীর। পেশায় এই শহর যাত্রা নির্ভর না হলেও নেশায় যাত্রার ওপর আসক্তি রয়েছে। এখনও। তাই সময় আর অর্থ ব্যয় করে এখনও ঐতিহ্যকে ধরে রেখেছেন মানবাজারের যাত্রা শিল্পীরা।
Post Comment