পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক : এবার আর পিতৃপক্ষে নয়, একেবারে দেবীপক্ষে হল পুজোর উদ্বোধন। আজকেও বর্ষণকে সঙ্গী করে পুরুলিয়া জেলার ১৫টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদর মফস্বল মিলিয়ে রয়েছে পুজো মণ্ডপগুলি। মফস্বলের পুজোগুলির মধ্যে রয়েছে মানবাজার ২ নং ব্লকের বোরো সর্বজনীন, পাড়া ব্লকের দুবড়া ষোলআনা, পুরুলিয়া ১ নং ব্লকের বেলগুমা চাঁদমারি ডাঙা সর্বজনীন, সাঁতুড়ি ব্লকের কৃষ্ণপুর সর্বজনীন, পুরুলিয়া ২ নং ব্লকের কুস্তাউর সর্বজনীন, রঘুনাথপুর ২ নং ব্লকের চেলিয়ামা আদি সর্বজনীন, ঝালদা ২ নং ব্লকের খটঙ্গা সর্বজনীন, হুড়া ব্লকের লক্ষ্মণপুর যুব গোষ্ঠী, পুঞ্চা ব্লকের কেন্দা সর্বজনীন, কাশিপুর ব্লকের নূতনগ্রাম সর্বজনীন, ও মানবাজার ১ নং ব্লকের ইন্দকুড়ি সর্বজনীন পূজা। অন্যদিকে পুরুলিয়া জেলা সদরের আমলাপাড়া সর্বজনীন, কুকস কম্পাউন্ড সর্বজনীন, নামোপাড়া ষোলআনা ও রেনীরোড দেবীমেলা সর্বজনীন পূজার উদ্বোধন ভার্চুয়াল মাধ্যমে করলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য ঝালদা বা রঘুনাথপুর দুই পুরশহরের কোন পূজাই এবছরের ভার্চুয়াল উদ্বোধনে এখনও পর্যন্ত স্থান পায়নি। মানবাজার ১ নং ব্লকের ইন্দকুড়ি সর্বজনীন দুর্গাপূজার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু, জেলা পরিষদ সদস্যা প্রতিমা সরেন, সদস্য হংসেশ্বর মাহাতো সহ প্রশাসনিক আধিকারিকরা।
কাশিপুর ব্লকের নূতনগ্রাম সর্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার বিশিষ্ট সমাজসেবী সৌমেন বেলথরিয়া, জেলা পরিষদের সদস্য স্বপন কুমার বেলথরিয়া, কাশিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত মাসন্ত সহ অন্যান্যরা। এদিন উদ্বোধন পর্বের পরেই এলাকার দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয় কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন কমিটির পক্ষ থেকে নবীন ব্যানার্জী সহ অন্যান্যরা। শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা শাসক রজত নন্দা, পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। পুরুলিয়া শহরের কুকস কম্পাউন্ড সর্বজনীন দুর্গাপূজায় উপস্থিত ছিলেন বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো সহ অন্যান্যরা। আগামী রবিবার জেলার আরও কিছু দুর্গাপূজার ভার্চুয়াল উদ্বোধন হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
দেখুন ভিডিও
Post Comment