insta logo
Loading ...
×

মাকুড়ি মেলায় মাতলো বুধপুর

মাকুড়ি মেলায় মাতলো বুধপুর

অমরেশ দত্ত, পুঞ্চা:

মাকুড়ি সপ্তমীর মেলায় মাতলো বুধপুর। নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ মাকুড়ি মেলা সামাজিক বৈষম্য থেকে মুক্তির মহামন্ত্র। বুধবার পুঞ্চা থানার বুধপুর গ্রামে মাকুড়ি মেলা মানে শুধু মিলনই নয়, এ যেন এক মহাপ্লাবন। সরস্বতী পুজোর একদিন পরে নদীর পাড়ে মেলা বসে।কংসাবতী নদীর তীরে এই মেলা হয়ে আসছে কয়েক শতাব্দী ধরে। হাজার হাজার মানুষের সমাগম হয় এই মেলাকে কেন্দ্র করে।

মাকুড়ি মেলা বাংলার আর পাঁচটা মেলার মতোই। প্রচুর খাবারের দোকান, মনোহারি সহ পাশাপাশি বহু দোকান রয়েছে। মেলার মেয়াদ একদিন অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। কংসাবতী নদীর এই ঘাটে সিঝানোর পরদিন স্নান করানোর রীতি ছিল। অনেকেই এখনও মানেন এই রীতি। বুধপুরে একটি শিব মন্দির রয়েছে। মেলায় আসা পুণ্যার্থীরা মন্দিরে পুজো দেন এই মন্দিরে। মেলাকে কেন্দ্র করে যাতে কোন রকম দুর্ঘটনা যাতে না ঘটে সে দিকে নজর রেখে তৎপর ছিল পুলিশ।

Post Comment