নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতি আরও পোক্ত করতে আজ শনিবার ৬ ডিসেম্বর থেকে জেলায় শুরু হলো ‘মাধ্যমিক মহড়া পরীক্ষা’। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
জেলা জুড়ে বান্দোয়ান থেকে সাঁতুড়ি, বাঘমুন্ডি থেকে পুঞ্চা ও বিভিন্ন পুরসভা এলাকা
মিলিয়ে মোট ৫০টিরও বেশি স্কুল এই মহড়ায় অংশ নিচ্ছে। এতে অংশ নিয়েছে ৫০০০-এরও বেশি ছাত্র-ছাত্রী। প্রতিটি কেন্দ্রে যথাযথ নিয়মে পরীক্ষার পরিবেশে এই মহড়া চলবে। শুধু মহড়া পরীক্ষাই নয়, মূল পরীক্ষার পরে চলবে মাধ্যমিক পরীক্ষার্থী সহায়তা শিবির—যেখানে পরীক্ষার্থীদের নানা দুর্বল দিক নিয়ে আলাদা দিক নির্দেশনা দেওয়া হবে।
বিগত ১০ বছর ধরে জেলার ছাত্র-ছাত্রীদের স্বার্থে সমিতির পুরুলিয়া জেলা শাখা এ ধরনের ব্যবস্থা করে আসছে। ফলও পেয়েছে হাতেনাতে। জেলার থলিতে ঢুকেছে রাজ্যের মধ্যে মাধ্যমিকে দ্বিতীয় স্থানের শিরোপা । জেলা সম্পাদক ব্যোমকেশ দাস জানালেন, “জেলার সমস্ত ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে জেলার সমস্ত ব্লক ও পৌরসভাগুলিতে একাধিক পরীক্ষাকেন্দ্রে এই মহড়া পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।পরীক্ষাকেন্দ্রগুলি বিস্তৃত অযোধ্যা পাহাড়ের উপরের বাঘমুন্ডির সরাকডি থেকে বান্দোয়ানের কুঁচিয়া, নিতুড়িয়ার রানিপুর কোলিয়ারি থেকে পুঞ্চা থানার ন’পাড়া পর্যন্ত। কোন কোন কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ শতাধিকেরও বেশি । পুরুলিয়া শহরের পরীক্ষার্থীদের চাপ কমানোর জন্য শহরের চারপাশে লাগদা , গোবিন্দপুর ,হুটমূড়া ও ছড়রায় পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। জেলার প্রত্যন্ত অঞ্চলগুলিতেও যেমন কাশিপুরের তালাজুড়ি, কালিয়াদা, মনিহারা সহ পুরুলিয়া ২নং ব্লকের গোলামারা সমস্ত জায়গায় পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পুরুলিয়া শহরের গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয় উপস্থিত হয়ে লক্ষ্য করা গেল পরীক্ষা শুরুর আগে সেখানকার পরিস্থিতি। হুবহু মাধ্যমিক পরীক্ষার ন্যায়। পরীক্ষার্থীর সংখ্যা ৫০০। পরীক্ষার্থীদের নিয়ে এসেছে মা-বাবা। এক্কেবারে মাধ্যমিক পরীক্ষা যেভাবে হয়, সেভাবে বাইরে সিটিং প্ল্যান থেকে শুরু করে প্রতিটি রুমে ছেলেদের বসার জন্য আলাদা করে নির্দিষ্ট আসন ।

সমিতির জেলা সম্পাদক ব্যোমকেশ দাস আরোও জানালেন, মহড়া পরীক্ষার সাথে মাধ্যমিক পরীক্ষার মোট নম্বর মিলে যায়। ফলে দিন দিন এই মহড়া পরীক্ষার কদর বহুগুণ বেড়েছে। অভিবাবকরা বলছেন,” অনেক কিছু পরিবর্তন হলেও এবিটিএ টেস্ট পেপার ও এ বি টি এর উদ্যোগে মহড়া পরীক্ষা তুলনাহীন।” ব্যোমকেশ বাবু আরোও জানান, “পরীক্ষা সাত দিন ধরে চলবে।”
নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পুরুলিয়া জেলা শাখা জানিয়েছে, মহড়া পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্য জেলার সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী অভিভাবক-অভিভাবিকা ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের সহযোগিতা কাম্য।











Post Comment