বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে শুরু হল মাধ্যমিক মহড়া পরীক্ষা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পুরুলিয়া জেলার শহর থেকে শুরু করে সমস্ত ব্লকের প্রত্যন্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীরা মূল পরীক্ষায় যাতে ভালো নম্বর পায়, সেই লক্ষ্যে শনিবার ওই মহড়া পরীক্ষা শুরু হল।
আয়োজক নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক ব্যোমকেশ দাস জানিয়েছেন, “২০২৫-এ জেলার যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে সারা জেলা ব্যাপী একটি মাধ্যমিক মহড়া পরীক্ষার বা মাধ্যমিক মক টেস্ট আয়োজন করা হয়েছে। এই পরীক্ষা আজ থেকে শুরু হল। এই পরীক্ষায় সমস্ত জেলা ব্যাপী বিভিন্ন ব্লকে মোট ৫০ টি কেন্দ্রে ৫০০০ এরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। এই পরীক্ষা প্রত্যেক সপ্তাহের শনিবার ও রবিবার আগামী চার সপ্তাহ ধরে চলবে।
এবিটিএ-র উদ্যোগে প্রতি বছরই মহড়া পরীক্ষা আয়োজিত হয়ে থাকে। এতে ছাত্র-ছাত্রীরা বিশেষভাবে উপকৃত হয়। গত বছর মাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকারী সাম্যপ্রিয় গুরুও সে কথা জানিয়েছিল। তাই আমরা বিশ্বাসী এই পরীক্ষার আগামী ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষায় পুরুলিয়া জেলার ছাত্র-ছাত্রীদের ভালো ফল পাইয়ে দিতে সাহায্য করবে। “
পাশাপাশি পরীক্ষা দিতে আসা এক ছাত্রের মা রূপা ব্যানার্জী বলেন, “মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের পরিবেশ থাকে সেই ধরনের পরিবেশ তৈরি করে এই মহড়া পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। প্রত্যেকটি বিষয় পুনরাবৃত্তির মধ্য দিয়ে ভালো ভাবে পরীক্ষার প্রস্তুতি ছাড়াও মানসিকভাবে প্রস্তুতি নিতে পারছে ছাত্রছাত্রীরা। তাই ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এটি খুবই উপকারী হবে।”
Post Comment