insta logo
Loading ...

প্রেমের বিয়ে ! বধূ নির্যাতন!

প্রেমের বিয়ে ! বধূ নির্যাতন!

নিজস্ব প্রতিনিধি, বোরো:

প্রেম করে বিয়ে। সুখের সংসারের স্বপ্ন খানখান বধূ নির্যাতনের অভিযোগে। নির্যাতনের অভিযোগ স্বামী – শাশুড়ি সহ প্রতিবেশী এক বৌদির বিরুদ্ধে! অভিযোগ, শুক্রবার রাতে এমন ভাবে মারধর করা হয় বধূকে যে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ২০২২ সালে বোরো এলাকার ওই যুবতী ওই এলাকারই এক যুবকের সঙ্গে প্রেম করে মন্দিরে বিয়ে করেন। বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকা শুরু করেন তিনি। অভিযোগ, সেখানে তার উপর তার স্বামী, শাশুড়ি ও প্রতিবেশী এক বৌদি মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে।

নির্যাতনের মাত্রা অসহ্য হয়ে যাওয়ায় শনিবার বোরো থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে এই ঘটনায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Post Comment