নিজস্ব প্রতিনিধি , পাড়া:
সেই একই ছক। প্রথমে মোবাইল চুরি। আর তারপর সেই মোবাইলের সাহায্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট। জালিয়াতির কেরামতিতে উধাও দু লাখ টাকা। মাথায় হাত পুরুলিয়া জেলার অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মীর। সোমবার পাড়া থানায় অভিযোগ দায়ের করে বৈশ্যকুলি গ্রামের বাসিন্দা ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রাক্তন কর্মী অবোধ কুমার মণ্ডল জানিয়েছেন, গত শুক্রবার সকালে আনাড়া বাজার থেকে তার মোবাইল ফোনটি চুরি যায়। ওই দিনই থানায় একটি জেনারেল ডাইরি দায়ের করেন তিনি। সোমবার তিনি জানতে পারেন তার ২ টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় ১ লাখ ৮৩ হাজার টাকা লোপাট হয়ে গেছে। পুলিশ ইতিমধ্যেই ব্যাংকের লেনদেনের তথ্য খতিয়ে দেখা শুরু করেছে। যে সমস্ত অ্যাকাউন্টে টাকা সরিয়ে ফেলেছে দুষ্কৃতীরা সেই সমস্ত অ্যাকাউন্ট থেকে যাতে ওই টাকা তুলে না নিতে পারে তার জন্য সংশ্লিষ্ট ব্যাংককে চিঠি দিয়েছে পুলিশ।কখনও মানবাজার, কখনও পুরুলিয়া আবার কখনও পাড়া বারবার একই কায়দায় টাকা লোপাটের ঘটনা সন্দেহ জাগাচ্ছে, এ কি একটাই দলের কাজ?
Post Comment