নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
বাবা-মা কর্মসূত্রে বাড়ির বাইরে।
ঘরে ঝুলছে তালা। উধাও হয়ে গেল এক কিশোরী। ঘটনা রঘুনাথপুর পুর শহর এলাকায়।
বুধবার দুপুর বারোটার পর থেকে আর তার খোঁজ মিলছে না বলে জানিয়েছে পরিবার। তার কাছে যে মোবাইল আছে সেটি কখনও বলছে নট রিচেবেল, আবার কখনও বলছে সুইচড অফ। ছাত্রীটি এবছরই স্থানীয় একটি গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পরিবারের দাবি, পরীক্ষাও তার ভালো হয়েছিল। নিখোঁজ ছাত্রীর বাবা কোলিয়ারির উচ্চ পদস্থ আধিকারিক। মা রাজ্য সরকারের কর্মচারী। পরিবারের দাবি, কিশোরীকে ভুল বুঝিয়ে কেউ বা কারা ধরে নিয়ে গিয়েছে। বুধবারই রঘুনাথপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছে তার পরিবার। সেই নিখোঁজ ডায়েরির ভিত্তিতে খোঁজ করছে পুলিশ। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি।
Post Comment