insta logo
Loading ...
×

কুচক্র ঠেকাতে উন্নয়নের স্বার্থে পাহাড়ি পথে মিছিল

কুচক্র ঠেকাতে উন্নয়নের স্বার্থে পাহাড়ি পথে মিছিল

বিশ্বজিৎ সিং সর্দার, অযোধ্যা:

তৈরি হয়েছে ‘ভণ্ড’ মঞ্চ। অযোধ্যার উন্নয়নে নাকি বাগড়া দিচ্ছে তারা। এমন অভিযোগ তুলে জল জঙ্গল জমি বাঁচানোর তাগিদে পথে নামলো অযোধ্যা। পাহাড়ি পথে মিছিল আদিবাসীদের। মঙ্গলবার উন্নয়নের প্রশ্নে প্রশাসনের পাশে, প্রশাসনের সাথে থাকার বার্তা দিয়ে এবং অযোধ্যা পাহাড়ের সার্বিক উন্নয়নের স্বার্থে বিকাল তিনটা থেকে বিশাল মিছিল অনুষ্ঠিত হলো অযোধ্যা পাহাড়ে। জানা গেছে অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির উদ্যোগেই এদিনের মিছিল। মিছিলের পা মেলালেন ৮ থেকে ৮০ পুরুষ-মহিলা সহ সমগ্র পাহাড়বাসী। সকলের একটাই দাবি, পাহাড়ের উন্নয়ন। মিছিলে সামিল সকলের হাতে ছিল বিভিন্ন দাবি সম্মিলিত প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ভন্ড মঞ্চ এবং এনজিওর দালালরা হুঁশিয়ার’, ‘কলকাতার কুচক্রীদের পাহাড়ের আদিবাসীরা মানছে না, মানবে না’, ‘প্রকৃতির রক্ষার নামে ভণ্ড মঞ্চ দুর হটো’ সহ বিভিন্ন দাবি। অযোধ্যার ময়ূর পাহাড় থেকে শুরু হয়ে মিছিলটি হিলটপ, পুনিয়াশাসন হয়ে প্রায় সাত কিমি দূরে ছাতনী গ্রাম পার করে ডাভাগোড়া লাহাডুঙরির মধ্যস্থলে গিয়ে সমাপ্ত হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি বলিবাস মুর্মু এবং সংগঠনের সম্পাদক রামেশ্বর কিস্কু।

Post Comment