insta logo
Loading ...
×

লিটার লিটার মদ! ৭ থানায় হানা, গ্রেফতার ১০

লিটার লিটার মদ! ৭ থানায় হানা, গ্রেফতার ১০

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

কিছুদিন আগেই মদ বেচে রেকর্ড কর আদায় করেছে পুরুলিয়া। তবুও বেআইনি ভাবে মদের কারবার কমছে না। এবার এই অবৈধ কারবার রুখতে শনিবার জেলা জুড়ে একযোগে অভিযান চালালো পুরুলিয়া জেলা পুলিশ। ৭ টি থানা এলাকায় দশ জন গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে দেশি ও চোলাই মদ। রবিবার ধৃতদের মধ্যে পাঁচ জনকে পুরুলিয়া জেলা আদালত এবং বাকি পাঁচজনকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় বলরামপুর, সাঁতুড়ি, পুরুলিয়া মফস্বল, ঝালদা , নিতুড়িয়া, পাড়া এবং সাঁওতালডি থানার পুলিশ নিজ নিজ এলাকায় একযোগে অভিযান চালায়। পুলিশের দাবি অভিযুক্তদের কেউ বাড়িতে, কেউ হোটেলের আড়ালে আবডালে অবৈধ মদের কারবার চালাতো। অভিযানে হাতেনাতে তাদের পাকড়াও করে পুলিশ। বেআইনি ভাবে মদ কারবার রুখতে ধারাবাহিক ভাবে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

Post Comment