insta logo
Loading ...
×

সরকার অনুমোদিত মদের দোকানে ভাঙচুর চালিয়ে আগুন রঘুনাথপুরের মণ্ডপডাঙায়

সরকার অনুমোদিত মদের দোকানে ভাঙচুর চালিয়ে আগুন রঘুনাথপুরের মণ্ডপডাঙায়

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:


একটি মদের দোকানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর ২ ব্লকের অন্তর্গত মণ্ডপডাঙ্গা গ্রামে। স্থানীয় মহিলাদের একাংশ ওই দোকানের সামনে জড়ো হয়ে দোকান বন্ধের দাবিতে প্রবল বিক্ষোভ দেখান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। মহিলাদের অভিযোগ, ওই এলাকায় মদের দোকান খোলা হলে এলাকার পরিবেশ নষ্ট হবে, অশান্তি ও অসামাজিক কার্যকলাপ বাড়বে।
বিক্ষোভ চলাকালীন ক্ষুব্ধ জনতা দোকানে ভাঙচুর চালিয়ে আগুনও ধরিয়ে দেয়।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

তবে অভিযোগ অস্বীকার করে দোকানের মালিক জানান, “আমার দোকানটি সরকারি অনুমোদিত। কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মহিলাদের উস্কানি দিয়ে ভুল পথে পরিচালিত করেছে। তাদের প্ররোচণাতেই এই ভাঙচুরের ঘটনা ঘটেছে।”
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Post Comment