নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
চামড়া পোড়া গরম থেকে নিম্নচাপের বৃষ্টি স্বস্তি দিলেও বজ্রপাত ডাকলো মৃত্যুর বিভীষিকা। বজ্রাঘাতে মৃত্যু বৃদ্ধের। মৃতের নাম অষ্টম নারায়ন দেব (৬২)। তিনি পুরুলিয়া জেলার মানবাজার থানার কেন্দবেদ্যা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে সাইকেলে সার নিয়ে মানবাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধ । কিন্তু বাড়ি ফেরা হলো না আর। গ্রামের আমবাগানের কাছে বজ্রাঘাতের শিকার হন তিনি। বাজ পড়ে ঝলসে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে মানবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধকে অ্যাম্বুলেন্সে করে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Post Comment