নিজস্ব প্রতিনিধি, আড়শা: ধুম বৃষ্টি আর মুহুর্মুহু বজ্রপাত। জখম হলো এক যুবক। ঘটনা পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের উপর জামবাদ গ্রামে। মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয় সোমনাথ মাঝি নামের ওই যুবক। তাকে সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।











Post Comment