নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড।
আদালত সূত্রে জানা গিয়েছে যুবকের নাম পুরুলিয়া শহরের জে কে কলেজ রোডের রাজ বস্তি এলাকার শেখ সাফাগত।

আদালত সূত্রে আরও জানা গিয়েছে ২০২০ সালের ১১ ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বছর ১৭র এক কিশোরী। ওই দিন থেকে বিভিন্ন জায়গায় তার পরিবার খোঁজ শুরু করে। পর তারা জানতে পারে অভিযুক্ত সাফাগত তাকে অপহরণ করে নিয়ে গেছে। এই মর্মে নিখোঁজ কিশোরীর বাবা ১৪ ডিসেম্বর পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে যৌন নির্যাতন ও অপহরণের ধারায় একটি মামলা রুজু করে। তদন্তে নেমে ওইদিনই নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পাশাপশি গ্রেফতার হয় অভিযুক্ত যুবক। ওই কিশোরীর বয়ানের ভিত্তিতে এই মামলায় আদালতের পকসো আইনের ৬ ধারা যুক্ত করার আবেদন জানান তৎকালীন পুরুলিয়া সদর থানার সাব ইন্সপেক্টর তথা এই মামলার তদন্তকারী আধিকারিক সেখ আফিরুদ্দিন। পরে তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা পড়ে। এই মামলায় আদালতে মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এই মামলার সরকারি আইনজীবী অভিষেক বন্দোপাধ্যায় বলেন, “বিচারক অভিযুক্তকে ৬ পকসো ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপশি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্যাতিতার হাতে তিন লাখ টাকা তুলে দেওয়ার নির্দেশ দেন। বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর শনিবার সাজা ঘোষণা হয়। শনিবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তথা পকসো বিশেষ কোর্টের বিচারক রানা দাম এই নির্দেশ দেন।
Post Comment