নিজস্ব প্রতিনিধি, জয়পুর :
ধান খেতে ও কী? চিতা শাবক? রবিবার বিকেল থেকে উঠতে থাকে এমনই দাবি। পুরুলিয়ার জয়পুর থানার বারবেন্দ্যা গ্রামের একটি ফটো তোলপাড় ফেলে দেয় নেটপাড়ায় । বন দফতরের দল ব্যাপক তল্লাশি চালিয়েও অবশ্য চিতা শাবকের হদিশ পায়নি। ফোন না ধরায় জানা যায়নি পুরুলিয়া বন বিভাগের ডি এফ ও অঞ্জন গুহর প্রতিক্রিয়া। অবশ্য দিন কয়েক আগে জয়পুরের পাশের রেঞ্জ কোটশিলার সিমনি এলাকাতেও চিতা বাঘকে রাস্তা পারাপার করতে দেখা গেছে, এমন বার্তাতে ছড়িয়েছিল আতঙ্ক। ছড়ায়। ফলে ওইদিন রাত পাহারা সেই ঘটনার প্রমাণ না থাকলেও বারবেন্দা গ্রামের ঘটনায় গ্রামবাসীরা মোবাইলে একটি ছবি তুলে রেখেছেন। তাদের দাবি ফাঁকা একটি ধান জমিতে দুটি চিতা বাঘের শাবক ঘুরে বেড়াচ্ছিল। মানুষজনের চিৎকারে একটি শাবক সেখান থেকে সরে গেলেও ক্যামেরার সামনে পোজ দিয়েছে আরেকজন। ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। (ওই ছবির সত্যতা যাচাই করেনি ‘ পুরুলিয়া মিরর ‘)। ছবিটিতে একটি বিড়াল প্রজাতির প্রাণীকে দেখা যাচ্ছে। সেটি চিতা না বন বিড়াল তা খতিয়ে দেখা হচ্ছে বন দফতরের পক্ষ থেকে।
Post Comment