নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
তিন বছর বিচারাধীন বন্দি থাকার পর বেকসুর মুক্তি পেলেন নির্দোষ এক ব্যক্তি। বরাবাজার থানার লটপদা গ্রামের ভাদরী শবর ২০২২ সালের ২২ নভেম্বর নিজের স্ত্রীর খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘ বিচারপর্ব শেষে বুধবার জেলা আদালতের বিচারপতি সৌমক দাস তাকে বেকসুর খালাস করেন।
এই মামলাটি প্রমাণ করে দিল—ন্যায়বিচারের পথে অর্থই শেষ কথা নয়, সঠিক আইনি সহায়তাই পারে একজন নিরপরাধকে মুক্তি দিতে। ভাদরী শবরের পক্ষে বিনামূল্যে আইনি সহায়তা দেয় ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি । অর্থের অভাবে নিজের পক্ষে আইনজীবী নিয়োগ করতে না পারলেও, সরকারি ব্যবস্থার মাধ্যমে তিনি পান আইনি লড়াইয়ের সুযোগ।
ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি প্যানেলের আইনজীবী অনির্বাণ অধিকারী বলেন, “ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি পক্ষ থেকে আমাকে এই মামলায় ডিফেন্সের জন্য নিযুক্ত করা হয়েছিল। দীর্ঘ তিন বছরের আইনি লড়াই শেষে আজ ভাদরী শবর সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন। এই রায় শুধুমাত্র একজন ব্যক্তির নয়, এটি আইন ও ন্যায়বিচারের জয়।”
ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সেক্রেটারি সুলতান মামুদ জানান, “ভাদরী শবরের মামলা ছিল অত্যন্ত জটিল। কিন্তু ডিএলএসএর নিযুক্ত আইনজীবী দৃঢ়তার সঙ্গে লড়েছেন। যাঁদের আর্থিক সামর্থ্য নেই, তাঁদের পাশে থেকে বিনা খরচে সঠিক আইনি সহায়তা দেওয়াই আমাদের কাজ। আজকের রায় সেই বিশ্বাসকে আরও দৃঢ় করল।”










Post Comment