নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সরকারি নথি লোপাটের চেষ্টায় মধ্যরাতে সরকারি আইনজীবীর বাড়িত তথা চেম্বারে হামলার ঘটনায়
এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। ধৃতের নাম বুবাই রায়। তার বাড়ি পুরুলিয়া শহরের ১১ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু রোডের আশু সহিস লেনে।
ঘটনার সূত্রপাত চলতি মাসের পয়লা তারিখ। অভিযোগ, সেদিন মধ্যরাতে পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডের বাসিন্দা তথা পুরুলিয়া জেলা আদালতের সরকারি আইনজীবী বিশ্বরূপ পট্টনায়কের বাড়ি তথা চেম্বারে প্রায় ৭ জন দুষ্কৃতী লাঠি, কুড়ুল – রড নিয়ে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ সরকারি নথি নষ্ট করার চেষ্টা করে। সেখানে মোতায়েন থাকা দুজন সিভিক ভলেন্টিয়ার্সকেও দেওয়া হয় হুমকি। তাদেরকে আহত করতে ইট পাটকেল ছোড়া হয়। রবিবার পুরুলিয়া সদর থানায় অভিযোগ দায়ের করেন পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডের বাসিন্দা তথা পুরুলিয়া জেলা আদালতের সরকারি আইনজীবী বিশ্বরূপ পট্টনায়েক।
সেই অভিযোগক্রমে ঘটনার তদন্ত শুরু করে পুরুলিয়া সদর থানার পুলিশ গ্রেফতার করে ওই যুবককে। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ৩ দিনের পুলিশ হেফাজত হয়।










Post Comment