নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আদালতের ভেতরে আইনজীবীদের অপমান ও হয়রানির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল পুরুলিয়া জেলা আদালত চত্বর। এই ঘটনার প্রতিবাদে সোমবার থেকে সপ্তাহব্যাপী কর্মবিরতিতে শামিল হয়েছেন পুরুলিয়া জেলা আদালতের আইনজীবীরা। পুরুলিয়া জেলা বার এসোসিয়েশনের ডাকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে কার্যত অচল হয়ে পড়েছে আদালতের স্বাভাবিক বিচারপ্রক্রিয়া।
আইনজীবীদের কর্মবিরতির সরাসরি প্রভাব পড়েছে বিচারপ্রার্থীদের উপর। মামলা সংক্রান্ত কাজ, শুনানি ও আইনি সহায়তা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে আদালতে আসা সাধারণ মানুষ। বহু বিচারপ্রার্থী প্রতিদিন
খালি হাতে আদালত চত্বর ছাড়তে বাধ্য হচ্ছেন। সোমবারের পর মঙ্গলবারও
এই ঘটনা ঘটে। বিভূতি মাহাতো নামে এক বিচারপ্রার্থী বলেন,
” পয়সা খরচা করে এসেছি।
কিন্তু কোন কাজ হয়নি।”
সাধারণ মানুষের অভিযোগ, দ্বন্দ্বের খেসারত যেন বিচারপ্রার্থীদের দিতে না হয়।
এই বিষয়ে আদালত কর্তৃপক্ষকে নজর দিতে হবে।
পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা আইনজীবী
নবীন সাউ বলেন,
“গত শনিবার পুরুলিয়া জেলা লোক আদালত চলাকালীন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে একাধিক আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ করা হয়। এই ঘটনাকে আইনজীবী সমাজের পেশাগত মর্যাদায় আঘাত বলে মনে করেছে পুরুলিয়া জেলা বার এসোসিয়েশন। তাই আমরা কর্মবিরতির ডাক দিয়েছি।”
বার এসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, ঘটনার উপযুক্ত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করা হবে না। আইনজীবীদের মতে, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আদালতের ভিতরে পারস্পরিক সম্মান ও পেশাগত মর্যাদা বজায় রাখা অত্যন্ত জরুরি। তবে পরিস্থিতির দিকে নজর রেখেছে আদালত কর্তৃপক্ষ।
প্রশ্ন উঠছে এই অচলাবস্থা কবে কাটবে? আর কবে স্বাভাবিক হবে পুরুলিয়া জেলা আদালতের বিচারব্যবস্থা?









Post Comment