insta logo
Loading ...
×

হরিনামে লক্ষ্মীর ভাণ্ডার!

হরিনামে লক্ষ্মীর ভাণ্ডার!

অমরেশ দত্ত, পুঞ্চা:

গ্রামে আয়োজিত হচ্ছে হরিনাম সংকীর্তন। আর সেই আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব নিলেন মহিলারা। নিজেদের অ্যাকাউন্টে আসা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা খরচ করে
মানবাজার ১ নং ব্লকের বারমেশ্যা রামনগর অঞ্চলের রামনগর গ্রামের মহিলারা আয়োজন করালেন পালা সংকীর্তন। স্থানীয় সূত্রে জানা গেছে রামনগর গ্রামে তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তন হয়। এরপর গ্রামের মহিলারা নিজেরা উদ্যোগ নেন। জানা যায়, লক্ষ্মীর ভাণ্ডারের সঞ্চিত অর্থ থেকেই গ্রামের মহিলারা সংকীর্তনের আয়োজন করে নজির সৃষ্টি করলেন। মহিলাদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

Post Comment