insta logo
Loading ...
×

পঞ্চায়েতে পরীক্ষাগার ! যত কাণ্ড পুঞ্চায় !

পঞ্চায়েতে পরীক্ষাগার ! যত কাণ্ড পুঞ্চায় !

অমরেশ দত্ত, পুঞ্চা :

বাড়ি বানাচ্ছেন? সিমেন্ট ঠিক ঠাক? মিস্ত্রি কি বালির ভাগ ঠিক দিচ্ছে? আর চিন্তা নেই। পঞ্চায়েতে পরীক্ষাগার গড়ে মুশকিল আসান।

পঞ্চায়েতের মুকুটে আরো এক নয়া পালক। পুরুলিয়ার পুঞ্চা ব্লকের লাখরা গ্রাম পঞ্চায়েতে সিভিল ল্যাবরেটরির উদ্বোধন হয়ে উঠল এক মাইলস্টোন। এই ল্যাবরেটরি এলাকার সব ধরনের নির্মাণ কাজের গুণগতমান ধরে ফেলবে। নির্মাণ সামগ্রীর সঠিক অনুপাতও জানিয়ে দেবে এই উদ্যোগ। দাবি পঞ্চায়েতের। ১ হাজার টাকার বিনিময়ে যে কেউ নির্মাণ সামগ্রীর নমুনা যাচাই করতে পারবেন। অন্যদিকে সমৃদ্ধ হবে পঞ্চায়েতও। ল্যাবেরেটারির পাশাপাশি পঞ্চায়েতে এদিনই মাতৃদুগ্ধ পান ও চিলড্রেন্স কর্নারের উদ্বোধন হয়। পাশাপাশি পঞ্চায়েত অফিসে একটি অত্যাধুনিক ডিজিটাল কিয়স্কের উদ্বোধন হয়। এই ডিজিটাল পদ্ধতিতে পঞ্চায়েত এলাকায় বসবাসকারী যে কেউ আধার কার্ড পাঞ্চ করে যে কোনও বিষয়ের পরিষেবা ও প্রকল্পের তথ্য জানাতে পারবেন। সরাসরি অভিযোগ জানাতে পারবেন। বুধবারই আরও একটি মহৎ উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত। জেলায় রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করে লাখরা গ্রাম পঞ্চায়েত। পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজের চিকিৎসক ও কর্মীদের উপস্থিতিতে মোট ৪৫ জন রক্তদাতা এই দিন স্বেচ্ছায় রক্ত দান করেন।

জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, “লাখরা গ্রাম পঞ্চায়েত থেকে একাধিক সুযোগ-সুবিধা পেতেন এলাকার মানুষ। এবার নতুন করে বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে বহু মানুষ উপকৃত হবেন।”

পঞ্চায়েতে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, মানবাজারের মহকুমা শাসক মোহম্মদ মানজার হোসেন আঞ্জুম, পুঞ্চা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দ্বীপ চ্যাটার্জী , পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস সহ বিশিষ্টজনেরা।

Post Comment