insta logo
Loading ...
×

বিরাট ঘোষণা নরেশ আগরওয়ালের

বিরাট ঘোষণা নরেশ আগরওয়ালের

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

কাশ্মিরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় শহিদ ঝালদার বাসিন্দা আইবি অফিসার মনীশরঞ্জন মিশ্রের ছেলে ও মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল কুশল এডুকেশনাল ফাউন্ডেশন। কুশল ভারত গ্রুপের অধীনস্থ ট্রাস্ট কুশল এডুকেশনাল ফাউন্ডেশন ঘোষণা করেছে এই বিষয়টি। শুধু পড়াশোনা নয়, তাদের বড় হওয়ার ক্ষেত্রে সব সময় পাশে থাকবে এই ফাউন্ডেশন বলেও জানিয়েছে তারা। কুশল এডুকেশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান নরেশ আগরওয়াল বলেন, “কাশ্মিরের পহেলগাঁও-এ জঙ্গি হামলার যে ঘটনা ঘটেছে তা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। আমাদের মন ভালো নেই। ওই ঘটনায় নিহত শহিদদের মধ্যে পুরুলিয়ার ঝালদার মনীশরঞ্জন মিশ্রও রয়েছেন। আইবি অফিসারের দুই নাবালক ছেলে-মেয়ের লেখাপড়ার যাতে কোন অসুবিধা না হয় তার ব্যবস্থা করছি আমরা। কুশল এডুকেশনাল ফাউন্ডেশন তাদের লেখাপড়ার সমস্ত দায়িত্ব নিচ্ছে। তাদেরকে আমরা আমাদের দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে
ভর্তি হওয়ার জন্য আবেদন জানাবো। তাদের পাশে সব সময় থাকবো আমরা ।”

নাবালক ছেলে-মেয়েদের লেখাপড়ার দায়িত্ব বিষয়ে
নিহতের বাড়িতে চিঠি পৌঁছে দিলেন কুশল এডুকেশনাল ফাউন্ডেশনের তরফে কুশল আগরওয়াল। শনিবার।

শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠকে পাশে পেয়ে মেয়ে জয়ার চাকরির দাবি জানিয়েছিলেন নিহত মণিশ রঞ্জনের স্ত্রী জয়া মিশ্রর বাবা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনো স্কুলে তাকে শিক্ষকতার চাকরি দেওয়া হোক। সেই আর্জি জানান তিনি। এতে সম্মতিও প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। এবার নিহত আইবি অফিসারের ছেলে-মেয়ের লেখাপড়ার সমস্ত খরচে এগিয়ে এলো কুশল এডুকেশনাল ফাউন্ডেশন ট্রাস্ট।

পরিবার সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত স্বাভাবিক হয়ে উঠতে পারেননি মনীশরঞ্জনের স্ত্রী জয়া দেবী। আতঙ্ক কাটছে না তাঁর ছেলে-মেয়েরও।

Post Comment