insta logo
Loading ...
×

জমি নিয়ে কুরুক্ষেত্র কেন্দায়

জমি নিয়ে কুরুক্ষেত্র কেন্দায়

নিজস্ব প্রতিনিধি , কেন্দা: জমি নিয়ে ঝামেলায় ঝরল রক্ত। জখম বেশ কয়েকজন। শনিবার পুরুলিয়ার কেন্দা থানার দরোডি গ্রামে ঘটেছে ঘটনাটি। দুই পক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১১ জনের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। দুপক্ষের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল রাজেশ গোপ ও তার ছেলে নটবর গোপ এবং গোপীনাথ ওরফে লম্বু গোপ। রবিবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment