নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বাংলা, ওড়িশা ও ঝাড়খণ্ড এই তিন রাজ্যের ১০০ স্টেশনে অনির্দিষ্টকালের জন্য ফের রেল অবরোধের ডাক দিল কুড়মি সমাজ। দাবি, আদিবাসী তালিকাভুক্তির। সেই পুজোর মুখেই রেল অবরোধের ডাক। তাদের এমন ডাকে তিন রাজ্যের সরকার তথা পুলিশ প্রশাসনকে চাপে রাখতে এমন সিদ্ধান্ত। সম্প্রতি পুরুলিয়ার
কোটশিলার মুরগুমায় কুড়মিদের একটি অধিবেশন থেকে এই কর্মসূচি গৃহীত হয়। অবরোধের পাশাপাশি তারা কেন্দ্রের কাছে বার্তা পাঠাতে বাংলা, ঝাড়খন্ড, ওড়িশা মিলিয়ে ২৫ জন কুড়মি নেতার একটি প্রতিনিধি দল সংসদের অধিবেশন চলাকালীন দিল্লি যাবেন। সেখানে তাদের দাবি আদায়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনায় বসবেন বলে সিদ্ধান্ত হয়েছে। অধিবেশনে কুড়মিদের মোট সাতটি সংগঠন ছিল হাজির। আদিবাসী কুড়মি সমাজের মূল খুঁটি মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, ” আগামী ২০ সেপ্টেম্বর আবার অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের কর্মসূচি নিয়েছি আমরা।”
২০২৩ সালে পুজোর মুখে সেপ্টেম্বরে রেল অবরোধের ডাক দিয়েছিল কুড়মিরা। ওই অবরোধকে হাইকোর্ট অসাংবিধানিক ও বেআইনি বলায় তারা অবরোধ তুলে নিতে বাধ্য হয়েছিলেন। ২০২৪ সালে পুজোর আগে সেই সেপ্টেম্বরেই আবার রেল অবরোধের ডাক দিয়েছিলেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে আলোচনার পর তারা তা প্রত্যাহার করে। এবছর ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা শুরু। তার আগে রেল অবরোধ হলে সমস্যায় পড়বেন জঙ্গলমহল সহ এই এলাকার বিস্তীর্ণ মানুষজন। বেশ কয়েক বছর ধরে আদিবাসী তালিকাভুক্তির দাবিতে কুড়মিদের বিভিন্ন সংগঠন আন্দোলন চালাচ্ছে। অভিযোগ, দাবির বিষয়ে রাজ্য যথাযথ ভূমিকা নিয়ে কেন্দ্রের কাছে সুপারিশ করলেও কেন্দ্র উদাসীন।
অন্যদিকে রেল অবরোধের আগে কুড়মালি ভাষায় পঠনপাঠনের দাবিতে যে সকল জেলায় কুড়মি জনজাতির মানুষ বসবাস করেন সেখানে আগামী ২৫ শে মার্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি প্রদান করবে কুড়মি সমাজ। তারপর ৫ এপ্রিল বাঁকুড়ার খাতড়ায় বিপ্লবী রঘুনাথ মাহাতোর শহীদ দিবসে বৃহৎ সমাবেশের আয়োজন হবে।











Post Comment