insta logo
Loading ...
×

থানায় থানায় কুড়মি সমাজের ডেপুটেশন, উঠছে প্রশ্ন

থানায় থানায় কুড়মি সমাজের ডেপুটেশন, উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আদিবাসী কুড়মি সমাজের মূল খুঁটি মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বুধবার পুরুলিয়ার বিভিন্ন থানায় ডেপুটেশন দিল আদিবাসী কুড়মি সমাজ।

সম্প্রতি ওই কার্যালয়ে ভাঙচুর করে প্রাইভেট প্রপার্টি লেখা ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। সেখানে লেখা ছিল, জমিটি দুর্গাদাস গঁরাইয়ের ব্যক্তিগত সম্পত্তি। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংগঠনের দাবি, ২০১৪ সাল থেকে ওই কার্যালয় তিন রাজ্যের কুড়মি সমাজের মূল অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ৩ নভেম্বরের হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও চুরি হওয়া সামগ্রী উদ্ধার করার দাবিতে এদিন স্মারকলিপি দেওয়া হয়।

তবে এই অফিসের মালিকানা নিয়ে সমাজমাধ্যমে চলছে তর্ক। কেউ বলছেন এটি কুড়মি সমাজের, কেউ আবার বলছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কেউ বা বলছেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চার, কারও দাবি এটি আজসুর অফিস। অজিত বাবু যখন যে সংগঠন করতেন এটি তখন সেই সংগঠনের অফিস হয়েছে।

অজিতপ্রসাদ মাহাতোর অভিযোগ, “এই হামলার পেছনে ষড়যন্ত্র রয়েছে, উচ্চপর্যায়ের তদন্ত দরকার।” জেলা পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

তবে ডেপুটেশন কর্মসূচিতে ভিড় কম হওয়ায় প্রশ্ন উঠছে, জয়পুরে জেএলকেএম প্রধান ঝাড়খণ্ডের ডুমরির বিধায়ক টাইগার জয়রাম মাহাতোর সভার পর কি মূল মানতার সঙ্গে দূরত্ব বাড়ছে সংগঠনের কর্মীদের? আর তাতেই কি ভিড় কম?

Post Comment